Our Vision

প্রিয় সুধি

 السلام عليكم 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনার প্রতি শুভ কামনা। আশা করছি আপনি আল্লাহর অশেষ কৃপা ও অনুগ্রহে ভাল আছেন। আল্লাহ আপনাকে ভাল রাখুন। আপনি হয়ত জানেন, বর্তমানের সামাজিক অবস্থায় পারিবারিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি কতটা হুমকির মাঝে আছে। প্রতিটি পরিবারে আজ দ্বীনি ভাবধারা ও মূল্যবোধের অনুপস্থিতির কারণে দেখা যাচ্ছে অশান্তি ও বিভিন্ন সামাজিক সমস্যা। যেখানে জান্নাতের সিড়ি পিতা-মাতার নূন্যতম মূল্য নেই। আর পিতা-মাতারাও তাদের সন্তান-সন্ততির দুনিয়াবী উন্নতির জন্য যতখানি শ্রম দেন তাদের ঈমান, আকীদা ও আমলের দিকে তারা ততটা ভ্রক্ষেপ করেন না। আর তাই দুনিয়ামুখী তৎপড়াতায় মানুষের ইবাদাত ও মুয়ামেলাত ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে বর্তমানে প্রতিটি পরিবারে অশান্তি ও ভাঙ্গন দেখা যাচ্ছে।

বিয়েকে চরিত্রের রক্ষা কবজ ও সামাজিক বন্ধনের প্রাণ হিসেবে না নিয়ে বয়সের প্রয়োজন হিসেবে নেয়া হচ্ছে। আর এজন্যে আগে ক্যারিয়ার পরে বিয়ের নামে সমাজে অনৈতিকতার ব্যাপক প্রসার ঘটেছে। যার কারণে অবৈধ ও অনৈতিক সম্পর্কের হার বেড়েছে। আর এর মূল্য দিতে হচ্ছে পরবর্তী দাম্পত্য ও সাংসারিক জীবনে। দাম্পত্য জীবনে অশান্তি বা তালাকের অন্যতম প্রধান কারণ মূলত এটিই আর এর সাথে আছে দেরিতে বিয়ে করায় হওয়া বিভিন্ন শারীরিক সমস্যা। এ প্রধান দু’কারণে ভাঙ্গছে ঘর । আর দিনে দিনে শহুরে এমনকি গ্রাম্য সমাজেও তালাকের সংখ্যা বেড়েই চলেছে।

২০১৪ সালের সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী তার আগের ১ বছরে তালাকের ঘটনা ঘটেছে মোট ৮২১৪ টি! ডিসিসির হিসেবে তার আগের বছরে যার সংখ্যা ছিল ৭০০০টি। অবাক করার বিষয় হলো, এতো সংখ্যক তালাকের মূল কারণ কিন্তু যৌতুক নয়, বরং পরকীয়া  আর উসশৃঙ্খল চলাফেরা। যেমন ডিসিসি উত্তরের আওতাধিন শুধুমাত্র কয়েকটি অভিজাত এলাকার হিসেবে ২০১২ সালে প্রায় ১৫০০টি তালাকের ঘটনা ঘটেছে যার একটিও যৌতুক সংক্রান্ত কারণে ঘটেনি। আর এগুলো শুধুমাত্র তা যার রেকর্ড আছে। রেকর্ড ছাড়া কত-শত-হাজার দম্পত্তি বিচ্ছিন্ন আছেন তার হিসেব কিন্তু নেই। আর দিন দিন এর হার বেড়েই চলেছে।

এসব কিছুই মূলত ইসলামের মূল্যবোধের চর্চার অভাব ও পরিবারের সদস্যদের ইসলাম বহির্ভূত জীবনাচারণ যেমন, পর্দাহীনতা, দুনিয়ামুখীতা, আর দেরীতে বিয়ে করার ফল যা দ্বীন সম্পর্কে অজ্ঞতা ও উদাসিনতারই পরিণতি। তাই দ্বীনদার সঙ্গী নির্বাচন ও নিজেকে ইসলামের পথে অগ্রগামী করা ছাড়া পারিবারিক জীবনে সুখি হওয়া আজ প্রায় অসম্ভব। আর এ পরিসংখ্যানও কম নয়, যারা নিজেরা দ্বীনদার হওয়া সত্ত্বেও বিবাহে দ্বীনদারীতায় ছাড় দেয়ার দরুন বিবাহ উত্তর অশান্তিতে দিন কাটাচ্ছেন।

তাই বিয়ের আগেই আমাদের ভাবা উচিত সঠিক পাত্র/পাত্রী নির্বাচন বিষয়ে। যদি কেউ তার বিবাহকে দ্বীনের অর্ধেক জানতেন তবে তা সম্পন্ন করতে হলে যে সঠিক সঙ্গী নির্বাচন করতে হবে তারও গুরুত্ব দিতেন। কিন্তু অনেক বাস্তব কারণেই তা সম্ভব হচ্ছে না। তাই আমাদের দ্বীনদার ভাই/বোনেরাও তাদের দ্বীনের পথে পিছিয়ে যাচ্ছেন। পরিবার বিষয় যে আকাঙ্খা তাদের ছিল তা ম্লান হয়ে যাচ্ছে। তারা হয়ত নিজের পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলবেন আশা করেছিলেন। কিন্তু তা আজ অশান্তি আর আফসোসের কারণ হয়ে দাড়িয়েছে! তাই সঠিক সঙ্গী নির্বাচনের গুরুত্ব অনেক।

আপনারা জেনে খুশি হবেন যে, আন-নূর ইসলামিক ম্যারেজ মিডিয়া দীর্ঘদিন যাবৎ সহীহ আকীদার দ্বীনদার ভাই-বোনদের বিয়ের ব্যাপারে সহায়তা করে আসছে। আমাদের মাধ্যমে এ পর্যন্ত ১৬০জন ভাই-বোনের সফল বিবাহ সম্পন্ন হয়েছে এবং আরো প্রক্রিয়াধীন রয়েছে, বিইদনিল্লাহ! অতএব, আপনার বা আপনার ঘনিষ্ঠ বিবাহযোগ্য বা বিবাহ করতে আগ্রহী দ্বীনদার ভাই-বোনদের যারা অবিবাহিত বা তালাকপ্রাপ্ত এবং যারা দ্বীনদার পাত্র-পাত্রী খুজছেন তাদেরকে আমাদের বিষয় অবগত করার অনুরোধ রইল। পরিশেষে, আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় একটি সুন্দর সুখি সমাজ ও মুসলিমদের পরিবারগুলোকে ইসলামি চেতনার বাতিঘর করে গড়ার তাওফিক দিন। আমিন

جزاك اللهُ خيرًا

মা’আসসালাম
(কাজি মুহাম্মদ সেলিম)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
আন-নূর ইসলামিক ম্যারেজ মিডিয়া
দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধান কেন্দ্র