বিবাহের শর্ত ও ওলীর বাধা
বিবাহের অভিভাবক ও শর্তাবলী, অভিভাবকের বাধা ও করণীয় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “অভিভাবক ব্যতীত কোন বিবাহ নেই।” (তিরমিযী) তিনি আরো বলেন, “যে নারী নিজে নিজের বিবাহ সম্পন্ন করবে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। অভিভাবকরা যদি ঐ নারীর বিবাহে বাধা সৃষ্টি করে, তবে যার ওলী নেই সুলতান বা শাসক তার ওলী বা অভিভাবক হবে।” (আহমাদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ) তাই যে কোন নারীর বিবাহের জন্য ওলী বা অভিভাবক আবশ্যক। প্রবন্ধটি ভাল লাগলে […]