আমাদের সেবা সমূহ

দাম্পত্য পরামর্শ

আন-নূর ইসলামিক ম্যারেজ মিডিয়া; আপনার পরিপূর্ণ পারিবারিক সমাধান ইংশা-আল্ল’-হ। পাত্র/পাত্রী অনুসন্ধানের পাশাপাশি আমরাই দেশে প্রথম দিচ্ছি অভিজ্ঞ কাউন্সেলরদের মাধ্যমে বিবাহ বিষয়ক বিবাহপূর্ব কাউন্সেলিং এবং বিবাহ পরবর্তী কাউন্সেলিং সেবা। বিবাহে ভয়, সংশয়, নতুন ও পুরোনো দাম্পত্যের নানা সমস্যায় পরামর্শ নিয়ে পরিবারকে সূদৃঢ় করুন। এছাড়া থাকছে অভিজ্ঞ আলেমদের দ্বারা বদনজর, জাদুগ্রস্থতার জন্য শরয়ী কাউন্সেলিং ও রুকিয়াহ সেবা।

পাত্র-পাত্রী অনুসন্ধান

দ্বীনদার যোগ্য পাত্র/পাত্রী অনুসন্ধানে আপনার সহায়তায় পাশে আছে আন-নূর। ঘটকদের মত শুধুমাত্র ছবি বা বায়োডাটা নয়, আবার অন্যান্য ম্যারেজ মিডিয়ার মত ব্যক্তিগত প্রফাইল তৈরি আর আদান-প্রদানও নয়। কাউন্সেলিং, এনালাইসিস, ম্যাচিং, এডভাইজ ইত্যাদির মাধ্যমে মানসিক, পারিবারিক দিকগুলো বিবেচনা করে, ধর্মীয় মূল্যবোধের দিকটা মিলিয়ে তারপর কাজ এগোয়। আন-নূর তার প্রার্থী ভাই/বোনদের নিজেদের পরিবারের সদস্য হিসেবে ভাবতেই পছন্দ করে।

দাম্পত্য বিষয়ক কর্মশালা

বিবাহের জন্য নিজের প্রস্তুতি, পাত্র-পাত্রী নির্বাচন, সুস্থ দাম্পত্য পরিচালনা, সন্তান লালন পালন, আদাবের শিক্ষা ইত্যাদি বিষয়গুলো মানুষ চারপাশ থেকে শিক্ষা লাভ করে। কিন্তু বাস্তবে চারপাশে আদর্শ উদাহরণ নেই বলে মানুষ সঠিক শিক্ষা পায় না। তাই প্রয়োজন এ বিষয়ে জ্ঞানীদের থেকে শিক্ষা অর্জন। আন-নূর আয়োজন করে বিবাহ ও দাম্পত্য বিষয়েক সচেতনতা মূলক নানা আয়োজন, যাতে অংশ নেন দেশের প্রখ্যাত আলেম, ডাক্তার, কাউন্সেলর, মোটিভেশনাল বক্তা প্রমূখ।

নিত্যনতুন প্রস্তাব ও লেখা পেতে ফেসবুকে সংযুক্ত হউন

যা অন্যদের থেকে আমাদের আলাদা করেছে

শরয়ী ও তথ্যগত নিরাপত্তা

শরয়ীগত দিক থেকে অন্যান্য ওয়েব ভিত্তিক মাধ্যমে ছবি প্রকাশ, চ্যাটিং সুবিধা থাকাটা বৈধ নয়। এমনকি ম্যাচ ছাড়াই তথ্য আদান-প্রদান বা ছবি আদান প্রদানও শরয়ীসিদ্ধ নয়। ঘটকরা যত্র-তত্র ছবি ও ব্যক্তিগত আলোচনা ছাড়াই বায়োডাটা চালান করেন, যেটি সম্ভ্রান্ত বা মুসলিম পরিবারগুলোর জন্য শরয়ী ও তথ্যগত ঝুকি বাড়ায়। তাই প্রচলিত ধারার বাহিরে আন-নূর ম্যাচিং টীম ব্যক্তিগত, পারিবারিক, ধর্মীয় অবস্থন, মানসিক অবস্থান বিবেচনায় নিজেরা ম্যাচ করা ছাড়া বায়োডাটা আদান-প্রদান করে না।

শরয়ী ও মানসিক দিক বিবেচনা

দ্বীনদার ভাই ও বোনদের মাঝে দ্বীনের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও আমরা শরয়ী ও মানসিক দিকে অনেক ভিন্নতা দেখতে পাই। আন-নূরের অভিজ্ঞ বিবাহ ও দাম্পত্য পরামর্শকগণ তাই শরয়ী চিন্তা-ভাবনা, মানহাযগত ভিন্নতা বিবেচনায় পাত্র-পাত্রীদের ম্যাচ করে থাকেন। এছাড়া মানসিকতা বিবেচনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারণা রেখে কাউন্সেলিং ও ম্যাচিং সম্পাদন করে আন-নূর টীম। তাই কাজের শুরুতেই পাত্রদের সাথে পুরুষ কাউন্সেলর ও পাত্রীদের সাথে মহিলা কাউন্সেলর বিস্তারিত কথা বলে বুঝে নেয়ার চেষ্টা করেন।

ব্যক্তিগত ও প্রকল্পভিত্তিক অনুসন্ধান

আন-নূর টীম দায়িত্বপ্রাপ্ত পাত্র/পাত্রীদের জন্য আলাদাভাবে তাদের অভিজ্ঞ মার্কেটিং ও সলুশন টীমের মাধ্যমে প্রত্যেক পাত্র/পাত্রীদের জন্য পাত্র/পাত্রী অনুসন্ধানে পরিকল্পনা গ্রহণ করে। অনলাইন, অফলাইন, জেলাভিত্তিক, প্রশাসনিক, পেশাগত নানা ক্ষেত্র থেকে পাত্র/পাত্রী অনুসন্ধানের জন্য প্রত্যেকের জন্য আলাদাভাবে সময়, শ্রম ও অর্থ খরচ করে কার্যসম্পাদনের চেষ্টা করে আন-নূর টীম।

save your marriage annur islamic marriage media

কাজের প্রসিডিউর ও সাধারণ প্রশ্ন-উত্তর (FAQ)